Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষি তথ্য সার্ভিস

উপজেলার কৃষি কর্মকর্তার কার্ষালয়

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন উপজেলা পর্যায়ে একটি দপ্তর হচ্ছে উপজেলা কৃষি অফিস। উক্ত অফিসটি গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবনের উত্তর পূর্ব দিকে  অবস্থিত। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ফসলের মাঠ সরেজমিন পরিদর্শন করে সমস্যা চিহ্নিতকরণ সমাধানে কৃষককে পরামর্শ দান, আধুনিক কৃষি প্রযুক্তি হস্তান্তর প্রযুক্তির সম্প্রসারণ এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষক/কৃষাণীর দক্ষতা বৃদ্ধি করা হয়

কি সেবা কিভাবে পাবেন

 

কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, কৃষকদের সম্প্রসারণ সেবা প্রদানের জন্য একটি সরকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষি উৎপাদনের বিভিন্ন ধরনের পরামর্শ লাগসই প্রযুক্তি দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করতঃ কৃষকদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো হয়। নিম্নলিখিতভাবে কৃষি সম্প্রসারণ সেবা কৃষকদের মাঝে পৌছানো হয়:

 

.

সরসরি কৃষকগণ এই অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মীগণের সংগে ব্যাক্তিগত যোগাযোগের মাধ্যমে সেবা গ্রহণ করেন

.

কৃষকগণ সরাসরি টেলিফোনে যোগাযোগের মাধ্যমেও সম্প্রসারণ সেবা গ্রহণ করেন

.

অধিদপ্তর থেকে প্রকাশিত বুকলেট, লিফলেট,সাময়িকি, পত্রিকা, সম্প্রসারণ বার্তা ইত্যাদির মাধ্যমে সেবা গ্রহণ করেন

.

বিভিন্ন ধরনের প্রশিক্ষনের মাধ্যমে সেবা পেয়ে থাকেন

.

মাঠ পর্যায়ে প্রদর্শনী স্থাপন, মাঠদিবস, চাষী সমাবেশ, ্যালি ইত্যাদির মাধ্যমে কৃষকদের মাঝে প্রযুক্তি পৌছিয়ে দেওয়া হয়

.

কৃষি ভিত্তিক গান,নাটক ইত্যাদির মাধ্যমেও সম্প্রসারণ সেবা দেওয়া হয়

.

কৃষি মেলা, বৃক্ষ মেলা, বীজ মেলা, উদ্ধুদ্ধকরণ ভ্রমণ, গবেষণা প্রতিষ্ঠানে ভ্রমণ ইত্যাদির মাধ্যমেও সম্প্রসারণ সেবা দেওয়া হয়

.

বিভিন্ন প্রকার কৃষক গ্রুপের মাঝে দলীয় আলোচনা, কৃষি ক্লাব গঠন, গ্রুপ মিটিং ইত্যাদির মাধ্যমেও সম্প্রসারণ সেবা দেওয়া হয়

.

বিভিন্ন প্রকার ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ায় বিভিন্ন কৃষি ভিত্তিক তথ্য উপাত্ত সরবরাহ করত: তা কৃষকদের মাঝে পৌছানো হয়

১০.

বর্তমান ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ওয়েবসাইট (www.ais.gov.bd)এর মাধ্যমে কৃষি তথ্য প্রদান করা হয়

 

 

 

সিটিজেন চার্টার

উপজেলা কৃষি অফিস গোয়াইনঘা্ট এর সিটিজেন চার্টার

 

১.

কৃষকের  তথ্য চাহিদা নিরূপণ নিশ্চিত করা।

২.

মান সম্মত সম্প্রসারণ কর্মসূচি তৈরী করা।

৩.

কৃষক এবং কারিগরী ষ্টাফদের জন্য প্রশিক্ষণ সামগ্রী তৈরী করা।

৪.

ব্লক পর্যায়ে যে সব সমস্যা ডিএই সমাধান করতে পারছে না তা টিএইসিসি এর মাধ্যমে অন্যান্য সহযোগী সংস্থাকে অথবা জেলার বিশেষজ্ঞদের জানানো।

৫.

কৃষি উপকরণ সরবরাহকারী, কৃষি পণ্যের বাজারজাতকারীসহ উপজেলা পর্যায়ে কৃষক সমিতি ও অন্যান্য সংস্থার সাথে যোগসূত্র রক্ষা করা।

৬.

শস্য বহুমুখীকরণ, সম্প্রসারণ পদ্ধতি, উপকরণ ও ঋণ সরবরাহ এবং কৃষকদের মধ্যে প্রযুক্তি হস্তান্তর ইত্যাদি বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উন্নতমানের পরামর্শ দেয়া।

৭.

মাঠ পর্যায়ে বিবিধ অনুষ্ঠানে ( যেমন-চাষী র‌্যালি, মাঠ দিবস, উদ্ধুদ্ধকরণ ভ্রমণ) উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তা দান করা।

৮.

উপজেলা পর্যায়ের সম্প্রসারণ কর্মকান্ড (যেমন- কৃষি মেলা, কৃষক প্রশিক্ষণ) পরিকল্পনা ও বাস্তবায়ন করা।

৯.

টিএইসিসি এর মাধ্যমে অন্যান্য সম্প্রসারণ সেবা দানকারীদের সংগে সম্পর্ক ও কাজের সমন্বয় করা।

১০.

উপজেলা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠান ও পরিচালনা করা।

১১.

ষ্টাফদের প্রশিক্ষণ চাহিদা নিরুপণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।

১২.

পাক্ষিক উপজেলা প্রশিক্ষণ দিবস পরিকল্পনা ও আয়োজন করা।

১৩.

পাক্ষিক কর্মসূচি ব্যবস্থাপনা পর্যালোচনা সভা ও মাঠ পরিদর্শনের মাধ্যমে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাজকর্ম পরিবীক্ষণ নিশ্চিত করা।

১৪.

উপজেলা পর্যায়ে সেমস ও ক্যাপ ব্যবস্থাপনা ও সমন্বয় করা।

১৫.

ডিইপিসি এবং অন্যান্য সভায় অন্তত একজন উর্দ্ধতন কর্মকর্তার যোগদান নিশ্চিত করা।

১৬.

উপজেলার বাজেট ব্যবস্থাপনা এবং সময়মতো হিসাব নিকাশ নিশ্চিত করা।

১৭.

উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জরুরী আপৎকালীন তথ্যসহ অন্যান্য তথ্য সংগ্রহ এবং তা যথাযথ ফরমে জেলা, অঞ্চল বা সদর দপ্তরে প্রেরণ করা।

 

 

 

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

উপজেলা কৃষি কমকর্তার কার্যালয় এর গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ নিম্নরূপ:

 

১.

জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প (এনএটিপি)।

২.

চাষী পর্যায়ে আধুনিক জাতের ধান,গম ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ কর্মসূচি।

 

 

 

 

কর্মকর্তাবৃন্দ

ছবিনামপদবিফোনমোবাইলইমেইল
মো: শহিদুল হকউপজেলা কৃষি কর্মকর্তা ০১৯৩৮৮১৫০৩৬jawaddhaka@gmail.com
মোহাম্মদ আনিছুজ্জামান কৃষি সম্প্রসারন কর্মকর্তা ০১৭১১২৪৫৬৫৪jawaddhaka@gmail.com
undefinedমো: আবেদ আলী সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ০১৭১৬৭৪৮৬৮০jawaddhaka@gmail.com

 

      
      
      

 

 

কর্মচারীবৃন্দ

ছবিনামপদবি
undefinedহাবিবুর রহমান খন্দকার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কৃষি কর্মকর্তা
প্রদীপ কান্তি ভট্রাচার্যউপ-সহকারী কৃষি কর্মকর্তা
undefinedমো: মনির উদ্দিন উপ-সহকারী কৃষি কর্মকর্তা
জ্যোতিম্ময় চক্রবর্তীউপ-সহকারী কৃষি কর্মকর্তা
মো: নোয়াব হোসেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা
মো:লিয়াকত আলী উপ-সহকারী কৃষি কর্মকর্তা
মো: মজিজুল ইসলাম উপ-সহকারী কৃষি কর্মকর্তা
গৌতম চন্দ্র সুত্রধর উপ-সহকারী কৃষি কর্মকর্তা
জীবন কৃঞ্চ রায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা
আব্দুল মুতলিব উপ-সহকারী কৃষি কর্মকর্তা
মো: সিরাজুল ইসলাম উপ-সহকারী কৃষি কর্মকর্তা
মো: মোয়াজ্জেম হোসেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা
নাজনীন খান উপ-সহকারী কৃষি কর্মকর্তা
মানিক মিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা
মো: আবদুল মান্নান উপ-সহকারী কৃষি কর্মকর্তা
আকতার হোসেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা
মো: নাজির আহমেদ উপ-সহকারী কৃষি কর্মকর্তা
সাইদুজ্জামান ছাবেরী কৃষি সস্প্রসারণ কর্মী
মোহাম্মদ আলমগীর হোসেন কৃষি সস্প্রসারণ কর্মী
মো: সামছুল আলম রশ্র-ইউরিশী
মো: লিয়াকত আলী পি.পিএম
মো: বিশু মিয়া (লিটন) এম.এল.এস.এস
বিজয় চন্দ্র দাস গার্ড

 

 

যোগাযোগ

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, গোয়াইনঘাট, সিলেট।