কালের স্বাক্ষী বহনকারী চেঙ্গারখাল নদীর তীরে গড়ে উঠা গোয়াইনঘাট উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো নন্দিরগাঁও ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ নন্দিরগাঁও ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
English: Nandirgaon Union, a traditional area of Gowainghat upazila, developed on the banks of the Chengalkhal river, which is the witness of tomorrow. Nandirgaon Union Education, Culture, Religious Studies, Sports, and various fields in different fields today, its own autonomy today.
ক) নাম– ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন– ৪৬.৪৬(বর্গকিঃমিঃ)
গ) লোকসংখ্যা– ৩১০০০ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা– ১৭টি।
ঙ) মৌজার সংখ্যা– ১৫টি।
চ) হাট/বাজার সংখ্যা-২টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা/লেগুনা, বাস ইত্যাদি।
জ) শিক্ষারহার– ৩৯%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,
বে-সরকারী প্রাঃ বিদ্যালয়- ০১টি,
মাধ্যমিক বিদ্যালয়ঃ ২ টি,
স্কুল এন্ড কলেজঃ ১টি
মাদ্রাসা- ২টি।
ঝ) কলেজ-১টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব এস কামরুল হাসান আমিরুল
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২টি।
ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– দামারীপার-চেঙ্গেরখাল মুড়।
ঠ) পাথর বাণিজ্যিক এলাকাঃ সালুটিকর বাজার।
ঠ) ইউপি ভবন স্থাপনকাল– ১৬/১০/২০০৫ইং।
ড) নবগঠিত পরিষদেরবিবরণ– ১) শপথ গ্রহণের তারিখ– ২৯/০৫/২০১৬ ইং
২) প্রথম সভার তারিখ– ইং
৩) যোগদানের তারিখ- ০৩/০৮/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ– ইং ০২/০৮/২০২১ ইং
ঢ) গ্রামসমূহেরনাম–
ক্রমিক |
গ্রামের নাম |
ওয়ার্ড |
০১ |
বহর, সু্ন্দ্রগাঁও |
০১ |
০২ |
মিত্রিমহল, রানীগঞ্জ, করবাড়ী, সালুটিকর, রাইখালেরপার |
০২ |
০৩ |
আঙ্গারজুর, দামারী পার |
০৩ |
০৪ |
লামাপাড়া, নওয়াগাঁও, কদমতলা আংশিক |
০৪ |
০৫ |
দ্বারিরপার, দ্বারিকান্দি, চৌধুরীকান্দি, কচুয়ারপার ও কদমতলা আংশিক |
০৫ |
০৬ |
নন্দিরগাঁও, কুরুমখলা |
০৬ |
০৭ |
মানাউরা |
০৭ |
০৮ |
চলিতাবাড়ী, বাইমাপার |
০৮ |
০৯ |
শিয়ালাহাওর, লক্ষী হাওর |
০৯ |
ণ) ইউনিয়ন পরিষদ জনবল–
১) চেয়াম্যান- ১ জন।
২) নির্বাচিত সদস্য (পুরুষ)– ৯জন।
৩) নির্বাচিত সদস্য (মহিলা)– ৩জন।
৪) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন। ৫) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯জন। ৬) দফাদার- ১ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস