Language and Culture:
গোয়াইনঘাট উপজেলা তথা নন্দিরগাঁও ইউনিয়নের বাসিন্দারা সিলেটের আঞ্চলিক ও চলিত ভাষায় কথা বলেন। উপজেলার শিল্প একাডেমীর মাধ্যমে অনেক শিল্পী নিজেকে সংস্কৃতি অঙ্গনে প্রকাশ করতে সক্ষম হয়েছেন। তাদের মধ্যে অত্র ইউনিয়নের দিবা রানী চন্দ, উপজেলা সদরের প্রিয়াংকা সহ সিলেট জেলার অনেক শিল্পী, মরমী কবি ও সাধক আছেন যাদের গান মন ছুঁয়ে যায়। এদের মধ্যে উল্ল্যেখযোগ্য হলেন প্রয়াত শাহ আব্দুল করিম, প্রয়াত হাসনরাজা, শেখ ওয়াহিদুর রহমান ও কারী আমির উদ্দিন প্রমুখ। যাদের কথা সিলেট বাসী তথা সারা বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে । আর এই শিল্পী ও সাধকের গানের আসর প্রতি বছর ইউনিয়নের আনাচে কানাছে হয়ে থাকে।
Translate in to English: Residents of Gowainghat Upazila and Nandirgaon Union spoke about the regional and current languages of Sylhet. Many artists have been able to express themselves in the cultural field through the Academy's Academy of Art. Among them, Diba Rani Chand of the Union, Priyanka of Upazila Sadar, many artists of Sylhet district, mystic poets and saints, whose songs touched the mind. Among them, late Shah Abdul Karim, late Hassan Raza, Sheikh Wahidur Rahman and Kami Amir Uddin are among others. People of Sylhet and all the people of Bangladesh will remember the whole life. And this artist and saint's songs are in the center of the union every year.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস