মাসিক সভা সমূহ:
৭নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের “সেপ্টেম্বর/১৬” মাসের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভার
কার্য্যবিবরনী
তারিখ: ০৬/০৯/২০১৬ইং
সময়: সকাল ১১.০ ০ঘটিকা স্থান: ইউনিয়ন পরিষদ কার্য্যালয়।
অদ্য ০৬/০৯/২০১৬ ইং তারিখে সকাল ১১.০০ ঘটিকায় অত্র ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের সেপ্টেম্বর /১৬ মাসের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা হয়। অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন অত্র্ র্ইউনিয়নের চেয়ারম্যান জনাব এস কামরুল হাসান আমিরুল।
সভারউপস্থিতিঃ সংযোজনী-ক।
আলোচ্যসূচি:
১। ২০১৫-২০১৬ এলজিএসপি- ২ এর প্রকল্প তালিকা চুড়ান্ত করন।
২। ১৩টি স্থায়ী কমিটি গঠন।
৩। আইন শৃংখলা পরিস্তিতি।
৪। বিবিধ
সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যদের স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করেন।
১মপ্রস্থাবঃ বিগত সভার কার্য্য বিবরনী পাঠ করে শোনানোর পর কোন আপত্ত্বি না থাকায় অনুমোদীত হয়।
২য়প্রস্থাবঃ সভাপতি সাহেব উপস্তিত সকলের মনোযোগ আকর্ষন করে বলেন যে, চলতি এলজিএসপি-২ এর অত্র
ইউনিয়নের অনূকুলে বরাদ্দকৃত খোক বরাদ্দ .................. টাকার মধ্যে ইতিমধ্যে....................... টাকার ..................টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং বাকী .................. টাকার ................টাকা ছাড়কারা হয়েছে বিধায় ইতি পূর্বে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ড সভা করে, প্রকল্প সমূহের অগ্রাধীকার তালিকা তৈরি করে অত্রাফিসে জমা দিতে সকল সদস্যবৃন্দ কে বলা হয়েছিল। সকল সদস্য নিজনিজ ওয়ার্ডে সভা করে কার্য্য বিবরনী জমা দিয়েছেন। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পরবর্তিতে সভা সমূহের কার্য্যবিবরনী পর্যালোচনা করেন এবং উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে নিম্নলিখিত প্রকল্প তালিকা চুড়ান্ত করা হয়।
ক্রমিকনং |
প্রকল্পেরনাম |
বরাদ্দেরপরিমান |
০১ |
||
০২ |
||
০৩ |
||
০৪ |
||
০৫ |
||
০৬ |
||
০৭ |
||
০৮ |
||
০৯ |
||
১০ |
||
|
মোট |
৩য়প্রস্তাবঃ সভাপতি সাহেব কাবিখা ও টিআর এর বাস্তাবায়নধীন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত আলোচনায় প্রকল্পবাস্তাবায়ন কারী কমিটির সভাপতিগনের নিকট প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সকলে জানান যেসকল প্রকল্পের কাজ প্রাক্কলন মোতাবেক সমাপ্ত করা হয়েছে। কোথাও কোন প্রকল্পে বাস্তাবায়ন কালীন সময়ে কেউ অসুবি ধারসম্মূধীন হননি। এ জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।
৪র্থপ্রস্তাবঃ সার্বিক আইনশৃংখলা পরিস্থিতিসম্পর্কে জানতে চাইলে সকলে জানান যে, বর্তমানে ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিত স্বাভাবিক আছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সভাপতি সাহেব এ ব্যাপারে সস্তষ্টি প্রকাশ করে সকলকে সজাগখাকতে অনুরোধ করের।
অবশেষে অদ্যকার সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস