এলসিবিসিই কর্মসূচীর আওতায় নন্দিরগাঁও ইউনিয়নে একটি শিশু কাউন্সিল গঠন করা হয়েছে। উক্ত কাউন্সিলে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী তাদের কার্যক্রম পরিচালনা করে। ২০১৫ সালে মাননীয় উপ-পরিচালক, স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট মহোদয় ইউনিয়নের প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাস পরিদর্শন করেন। এতে লেখা পড়ার মান আরোও উন্নত করার সু-পরামর্শ প্রদান করেন। শিক্ষার্থীরা যাহাতে সুন্দর পরিবেশে শিক্ষা অর্জন করতে পারে তার সু-ব্যবস্থার নির্দেশনা প্রদান করেন। এলসিবিসিই কর্মসূচীর আওতায় ইউনিয়নের প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করে এবং শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS